Wellcome to National Portal
Main Comtent Skiped

আগামী ১ নভেম্বর ২০২৪ খ্রি থেকে আগামী ৩০ জুন ২০২৫ খ্রি পর্যন্ত বাংলাদেশের অভ্যন্তরের যেকোন নদ-নদীসহ সাগরে ১০ ইঞ্চির কম সাইজের জাটকা ইলিশ মাছ ধরা, ক্রয়-বিক্রয়, মজুদ, পরিবহন সম্পুর্ণরুপে নিষিদ্ধ  করা হয়েছে।


মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৪







Curently Activities

কৃষি নির্ভর বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে মৎস্য সেক্টরের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অনস্বীকার্য। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২২ অনুযায়ী মৎস্যখাতে জিডিপি প্রবৃদ্ধি ২.০৮ শতাংশ এবং কৃষিজ জিডিপি’র ২১.৮৩ শতাংশ মৎস্যখাতের অবদান। দৈনন্দিন মাছ গ্রহণের পরিমাণ দাড়িয়েছে ৬৭.৮০ গ্রাম (এইচআইইএস, ২০২২)। বিগত তিন অর্থবছরে (২০১৯-২০, ২০২০-২১ ও ২০২১-২২) মোট মৎস্য উৎপাদন ছিল ৪৫.০৩, ৪৬.২১ ও ৪৭.৫৯ লক্ষ মেট্রিক টন। বিগত তিন অর্থবছরে (২০১৯-২০, ২০২০-২১ ও ২০২১-২২) ৭০৯৪৫.৩৯, ৭৬৫৯১.৬৯ ও ৭৪০৪২.৬৭ মে.টন মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি করে যথাক্রমে ৩৯৮৫.১৫, ৪০৮৮.৯৬ ও ৫১৯১.৭৫ কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জিত হয়েছে। অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মাছ উৎপাদন ও বদ্ধ জলাশয়ে চাষকৃত মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে যথাক্রমে ৩য় ও ৫ম স্থান অধিকার করেছে (এফএও, ২০২২)।


 চলমান প্রকল্পসমুহ

১. রাজশাহী বিভাগে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্প, রাজশাহী। 

২.ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প । 


 



1 / 3

Caption Text
2 / 3

Caption Two
3 / 3
Caption Three